260766

যুদ্ধ বাঁধলে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে ইরানে!

ডেস্ক রিপোর্ট : ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর পারমানবিক শক্তিচালিত সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে ইরানে। এ খবর দিয়ে ব্রিটিশ মিডিয়া দি ডেইলি স্টার ইউকে এক প্রতিবেদনে বলছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধলে মিত্র শক্তি হিসেবে ব্রিটেন ‘টমাহক ক্রুজ মিসাইল’ ব্যবহার করবে। ব্রিটেনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয় অস্টিউট ক্লাস হান্টার-কিলার সাবমেরিনের নিশানায় ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু তাক করাই আছে। তবে সর্বপ্রথম ব্রিটেন ইরানে হামলা করবে না। তবে ইরান কিভাবে সম্ভাব্য হামলা করতে পারে তা পর্যবেক্ষণে আছে।

ব্রিটিশ সামরিক সূত্রগুলো আরো বলছে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধেই যায় তাহলে ইরান মার্কিনীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। আর এক্ষেত্রে হান্টার-কিলারস সাবমেরিন থেকে ইরানে হামলা করা আয়ত্বের মধ্যে সবচেয়ে সহজ হবে। এমনিতে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের এধরনের সাবমেরিন সবসময় মোতায়েন রয়েছে। শুধুমাত্র সাবমেরিন ক্রুর ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি প্রয়োজন মাত্র। ২০ ফুট টমাহক মিসাইল হাজার পাউন্ডের উচ্চ মাত্রার বিস্ফোরক মজুদ থাকে। সাড়ে ১৫শ মাইল দূরের লক্ষ্যবস্তুকে সাড়ে ৫শ মাইল বেগে ছুটে আঘাত হানে টমাহক। এধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়ার পর জিপিএস ব্যবস্থাপনায় পুনরায় টার্গেটে নিশ্চিত আঘাত করতে পারে। সর্বশেষ লিবিয়ায় ২০১১ সালে টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছিল।

পাঠকের মতামত

Comments are closed.