260730

হলিউডে তারকারা ইরানের কাছে ক্ষমা চেয়ে ট্রাম্পের সমালোচনা করলেন

ডেস্ক রিপোর্ট : ইরানের প্রভাবশালী মেজর জেনারেল কাসেম সোলেইমানি আমেরিকার হামলায় প্রাণ হারানোর পর দেশটির অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় সরব। ‘দ্য সাউন্ড’ অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান ইরানের কছে ক্ষমা চেয়ে টুইটারে লিখেছেন, ‘তোমাদের সঙ্গে আমরা শান্তি চাই।

ম্যাকগোয়ান কথা দিয়েছেন তিনি কখনোই ট্রাম্পের দলকে ভোট দেবেন না, ‘আমি কখনোই রিপাবলিকানকে ভোট দেব না। ডেমোক্রেটদের জেতাতে চাই, কারণ আমরা মরতে চাই না।’

চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর সোলেইমানির ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো আমেরিকাবাসী। তোমরা এই লোকটাকে চেন তো? এ যে তোমাদের শত্রু, সেটা জানতে? কি? কখনো নাম শোনোনি? আজকের পর থেকে এই লোকটাকে ঘৃণা করার জন্য তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রাম্প তাকে হত্যা করেছে বলে খুশি হবে। যেটা বলা হবে তোমরা সেটাই করবে। ছেলেমেয়েদের যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত রাখ।’

নামকরা প্রযোজক এবং অভিনেতা জন কিউস্যাক ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ এবং ‘মিথ্যাবাদী’ বলেছেন। ট্রাম্পের ব্যঙ্গাত্মক কার্টুনও শেয়ার করেছেন। গত শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন।

সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.