260336

শীতে ত্বকের যত্নে ‘অলিভ অয়েল’ নিজেই তৈরি করুন

ডেস্ক রিপোর্ট : নিজের প্রতি যারা খুব সচেতন তারা নিশ্চয় জানেন, অলিভ অয়েল অনেক উপকারি একটি তেল। রান্না কিংবা রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার অপরিহার্য।
তাই বাজারের ভেজালের ভিড় এড়িয়ে নিজেই তৈরি করে নিতে পারেন অলিভ অয়েল। যা সহজেই আপনাকে পেতে সাহায্য করবে খাঁটি অলিভ অয়েল। চলুন তবে জেনে নেয়া যাক এটি তৈরি পদ্ধতি-

সবুজ কিংবা কালো যেকোনো জলপাই দিয়েই অলিভ অয়েল বানানো যায়। জলপাই কেটে বিচি বের করে ফেলে দিন। এবার জলপাই ছোট ছোট টুকরো করে কেটে বেটে নিন। চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে একদম মিহি পেস্ট করতে হবে। চুলায় কড়াই চাপিয়ে জলপাই বাটা দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে দেখবেন তেল উঠতে শুরু করেছে।

তেল উঠে গেলে একটি পাতলা ও পরিষ্কার সুতি কাপড়ের উপর ঢেলে দিন জলপাইয়ের মিশ্রণ। এরপর চেপে চেপে তেলটুকু সংগ্রহ করুন। তারপর মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন খাঁটি অলিভ অয়েল।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.