260338

শীতের উপযোগী কিছু উষ্ণ রঙের লিপস্টিক

ডেস্ক রিপোর্ট : নারীদের জন্য শীতকাল খুবই আনন্দের। কারণ এই সময়টায় ইচ্ছেমত রঙে নিজেকে সাজাতে পারেন নারীরা। আর শীত মানেই জমজমাট পার্টির মৌসুম।

শীতকে তাই উজ্জ্বল রঙের মৌসুমও বলা যায়। চোখে গাঢ় স্মোকি মেকআপ আর ঠোঁটে উজ্জ্বল লিপস্টিক বেশ মানিয়ে যায় এসময়। লিপস্টিকের জন্য বেছে নেয়া যেতে পারে গাঢ় ওয়াইন, ডিপ প্লাম, বেরি, ফুশিয়া, ঝলমলে কোরালের মতো রঙ। এসব রঙে নিজের ঠোঁটকে রাঙিয়ে নিতে পারেন প্রতিটি দিনই। চলুন জেনে নেয়া যাক শীতের উপযোগী কিছু উষ্ণ রঙের লিপস্টিক সম্পর্কে-

উজ্জ্বল কোরাল
সাধারণত কমলা বা কোরাল সারাবছর তেমন পরা হয় না অনেকের, কিন্তু শীতের সময়টা এই শেড পরার পক্ষে আদর্শ। শীতের নরম রোদ্দুরের সঙ্গে মিলিয়ে দিন আপনার ঠোঁটের রঙ, আর ঝলমলে হয়ে উঠুন।

গাঢ় ফুশিয়া
গোলাপি মানেই বেবি পিঙ্ক নয়। এখন সময় ফুশিয়া রঙের লিপস্টিক পরার। শীতের চন্দ্রমল্লিকার রঙে রঙ মিলিয়ে আপনার ঠোঁটও রাঙিয়ে নিন গাঢ় ফুশিয়ায়।

ক্রিম ম্যাট লাল
শীতের দিনগুলোতে সাধারণত ম্যাট লিপস্টিক এড়িয়ে চলতে বলা হয় যাতে ঠোঁট শুকনো হয়ে না যায়। কিন্তু আপনি যদি ম্যাটের ভক্ত হন, তাহলে বেছে নিন ক্রিম-বেসড ম্যাট। আর অবশ্যই তার রঙ যেন হয় গাঢ় মেরুন-লাল। পার্টিতে উষ্ণতা ছড়ানোর জন্য এর চেয়ে ভালো শেড আর নেই!

গ্লসি ন্যুড
শীতের দিনেও স্বাদ বদলের জন্য এক-আধবার ন্যুড লিপস্টিক পরা যেতেই পারে! তবে তা যেন হয় চকচকে ন্যুড। দিনের বেলার যেকোনো অনুষ্ঠানে উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে পরে নিন এই শেডের লিপস্টিক।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.