260126

ইসলামি ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে আমস্টারডামে

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি ফ্যাশন সপ্তাহ। করেছে আন্তর্জাতিক ইসলামি ফ্যাশন প্রতিষ্ঠান ‘থিংক ফ্যাশন’এ আয়োজনটি করছে। অ্যাবাউট ইসলাম

থিংক ফ্যাশনের সহপ্রতিষ্ঠাটা ফ্রাঙ্কা সোরিয়া জানান, আমরা আমস্টারডামকে বেছে নিয়েছি কারণ আমাদের কাছে এই শহরটি নতুন প্রত্যাশার প্রতিনিধিত্ব করে এবং এখানে পরিমিত ফ্যাশনের জন্য একটি বৃহৎ গ্রাহক রয়েছে।

১৪ ডিসেম্বর থেকে শহরটির প্যাসেঞ্জার টার্মিনালে তিনদিন ব্যাপী আয়োজনটি শুরু হয়েছে।

আয়োজনটিতে বিশ্বের ৩০ জন ইসলামি ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে। এটি থিংক ফ্যাশনের ৬ষ্ঠ আয়োজন। এর আগের যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফ্যাশন ডিজাইন কাউেিলর তথ্য অনুযায়ি, মুসলিমরা ২০১৮ সালে ফ্যাশনের জন্য ৩২ হাজার ২শ কোটি ডলার ব্যয় করে। একই বছর হিজাবশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪৮ হাজার ৮শ ডলারে। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.