259794

জেনেনিন পানি ফলের উপকারীতা

ডেস্ক রিপোর্ট : পানিফল ভাসমান বিস্তৃত জলজ উদ্ভিদ। অনেক এলাকায় এটি শিঙ্গাড়া নামেও পরিচিত। শেওলা জাতীয় জলসঞ্চারী উদ্ভিদ পানিফল। পাতাগুলো ২ থেকে ৩ ইঞ্চি চওড়া এবং ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা হয়ে থাকে। পানিফল ত্রিকোণাকার মোটা এবং দুকোণে দুটি ধারালো কাঁটা থাকে। এটির ইংরেজি নাম water chestnut; বোটানিক্যাল নাম trapa bispinosa roxb জড়ীন এবং এটি onagraceae পরিবারভুক্ত উদ্ভিদ।

ইতিহাস থেকে জানা যায়, ৩ হাজার বছর আগেও ফলটি চীনে চাষ হতো। পানিফলের গাছ সবুজ। ফল কালো কিন্তু ফলের ভেতরে শাঁস সাদা। ফলের ছাল ফেলে ভেতরে সাদা অংশ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটি পানসে স্বাদযুক্ত হালকা মিষ্টি ও কষযুক্ত। পানিফল হালকা গন্ধযুক্ত।

পানিফল বলকারক ও যকৃতের প্রদাহনাশক। উদরাময় রোগে উপকারী। পানিফল বীর্য সৃষ্টিকারক, গাঢ়কারক এবং ধারক হিসেবে অধিক কার্যকরী। এটি যৌনশক্তিবর্ধক এবং ঋতু আধিক্যজনিত সমস্যায় উপকারী। পিত্তজনিত রোগনাশক এবং রক্ত দাস্ত বন্ধকারক। পানিফল প্রস্রাববর্ধক, শোথনাশক এবং রুচিবর্ধক। দীর্ঘকাল ধরে পানিফল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ওষুধ তৈরির নিয়ম : শুকনো পানিফল, ছালের মিছরি, হলুদ তুদরি, মগজে পুম্বাদানা, তাবাশির, দারচিনি, রুমি মস্তগি, কুশতা কালাই একত্র করে পাউডার বা সেমিসলিড ফরমে তৈরি করা যাবে। তবে সেমিসলিড ফরমে তৈরিতে মধু ব্যবহার করতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.