259491

একজন সাংবাদিক হলেন স্পেনের পরবর্তী রাণী!

ডেস্ক রিপোর্ট : ১৯৭২ সালে স্পেনের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম লেতিজিয়া অরতিজের। মাদ্রিদের পাবলিক স্কুলে পড়াশোনা এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্নাতকের পর শুরু সাংবাদিকতা।

২০০০ সালে তিনি পেয়েছিলেন সেরা সাংবাদিকের পুরস্কার। স্পেনের টিভি সাংবাদিক ছিলেন তিনি। ২০০২ সালে এক বন্ধুর পার্টিতে যান লাতিজিয়া। সেখানে আমন্ত্রিত ছিলেন স্পেনের রাজকুমার ফিলিপও। তখনই দু’জনের পরিচয়। কিন্তু সম্পর্ক পরিণতি পাবে এমনটি তখনও তারা জানতেন না।

পরবর্তী এক বছরের মধ্যে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ভীষণ বেড়ে যাওয়ার পর প্রিন্স ফিলিপ বিয়ের প্রস্তাব দেন লাতিজিয়াকে। এর আগেও লাতিজিয়ার একবার বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। লাতিজিয়ার অতীত নিয়ে রাজপরিবারে কোনও মাথাব্যাথা ছিল না।

২০০৩ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন। সাংবাদিক হয়ে যান স্পেনের পরবর্তী রাণী! ২০০৪ সালে তাদের রাজকীয় বিয়ে হয়। এরপর থেকে বদলে যায় লাতিজিয়ার জীবন। রাজকীয় চালচলনে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। তাছাড়া, এতদিন যিনি খবরের পিছনে দৌড়তেন। এবার তার পিছনেই ক্যামেরা নিয়ে দৌড়তে শুরু করে সাংবাদিকরা।

২০০৫ সালে প্রিন্স ফিলিপ এবং লাতিজিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় লিওনর। এরপর ২০০৮ সালে সোফিয়া নামে আরও এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের।

২০১৪ সালে ১৯ জুন রাজা জুয়ান কার্লোসের মৃত্যুর পর ফিলিপ এবং লাতিজিয়া স্পেনের রাজা এবং রাণী হন।

পাঠকের মতামত

Comments are closed.