258929

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান চীন সেনাদের প্রশিক্ষণ না দেওয়ার

ডেস্ক রিপোর্ট : জার্মান সামরিক বাহিনীতে চীনা সামরিক বাহিনীর সেনা সদস্যদের প্রশিক্ষণ না দেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডয়েচে ভেলে

রোববারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্মান পত্রিকা বিল্ড জানায়, চীনা সেনারা প্রায়ই জার্মান সামরিক বাহিনী আয়োজিত নানা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আগামী বছর ১১জন চীনা সৈনিককে আধুনিক প্রশিক্ষণ দেবে জার্মান সামরিক বাহিনী। এদের মধ্যে ১জনকে প্রেস ও মিডিয়া বিষয়ক বিশেষ প্রশিক্ষণও দেয়া হবে।

ইতিমধ্যে চীনা সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার বিরুদ্ধে জার্মানির গ্রিন পার্টিসহ বেশ কিছু মানবাধিকার কর্মীরাও মত প্রকাশ করছে। গ্রিন পার্টির মুখপাত্র মার্গারেট বাওজে ও টোবিয়াস লিন্ডনার বলেন, ‘‘চীনে মানবাধিকারের অবস্থা খুব খারাপ। শিনজিয়াং প্রদেশে গণহারে মানুষের ওপর নজরদারি করা চালাচ্ছে। চীনে যা হচ্ছে তা গণহত্যার সমান, এাট মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ।’’

হংকংয়ে চলমান চীনবিরোধী প্রতিবাদের নেতা জোশুয়া ওয়াং নিন্দা করে বলেন, ‘‘জার্মান সেনা যে চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, তা জানার পর থেকেই আমি বিরক্ত। যেভাবে হংকংয়ে সহিংসতা চালাচ্ছে চীন, তাতে জার্মানির সব ধরনের প্রতিরক্ষা বিষয়ক সহায়তা অনেক আগেই বন্ধ করা উচিত ছিলো।’’

শনিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন চীনের গোপন চীনের নথি প্রকাশ করে যার বেশির ভাগই চীনের শিনজিয়াং প্রদেশের বিভিন্ন ক্যাম্পে বন্দি উইঘুর গোষ্ঠীর ওপর অত্যাচারের বিবরণ। প্রায় ৪০০ পাতা দীর্ঘ এই নথি সামনে আসার পর থেকে বর্তমানে নতুন করে আলোচনায় চীনের মানবাধিকার লঙ্ঘন এর প্রেক্ষাপটে জার্মানির চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে এই বিষয়ে কড়া বার্তা দেবার দাবি তুলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জার্মানির রাজনৈতিক দলগুলি।

পাঠকের মতামত

Comments are closed.