257526

জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের যুবারা

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৮৬ ধাপ এগিয়ে জর্ডান (৯৮)। দুই দেশের জাতীয় দল অতীতে দুইবার মুখোমুখি হয়েছে। দুটি ম্যাচই গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে। ঢাকায় জর্ডান জিতেছিল ৪-০ গোলে, আম্মানে জিতেছিল ৮-০তে।

দুই ম্যাচে ১২ গোল হজম করা দলটির বিপক্ষে যুব দলের লড়াইটা কেমন হয়, সেটাই ছিল দেখার। আজ শুক্রবার রাতে বাংলাদেশের যুবারা ১-১ গোলে জর্ডানকে রুখে দিয়ে সুখবরই পাঠিয়েছে বাহরাইন থেকে।

বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। বুধবার প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র ইতিবাচক ফলই বাংলাদেশের ফুটবলের জন্য।

বিরতির বাঁশির আগ মুহূর্তে গোল দিয়ে এগিয়ে যায় জর্ডানের যুবারা। বাংলাদেশের ডিফেন্ডার ইয়াছিন আরাফাত ৭৬ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনেন। বাংলাদেশ রোববার তৃতীয় ম্যাচ খেলবে ভুটানের বিরুদ্ধে।

পাঠকের মতামত

Comments are closed.