257427

কানে তীব্র যন্ত্রণা; অপারেশনে বের হলো ১০টি তেলাপোকা!

আন্তর্জাতিক ডেস্কঃ কানে ময়লা ঢুকে পড়ে, মশা বা মাছি ঢুকে পড়াটাও অস্বাভাবিক কিছুই না! কিন্তু তাবলে তেলাপোকা!শুনতে অবাক লাগলেও চীনের এক ব্যক্তির সঙ্গে এমনতাই ঘটেছে। কানের তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েই আত্মারাম প্রায় খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কানের ভিতরে বাসা বেঁধেছে তেলাপোকার আস্ত পরিবার ।

জানা যায়, ২৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এলভি। বেশ কিছুদিন ধরেই ডান কানে তীব্র ব্যথার কারণে রাতে ঘুমোতে পারতেন না তিনি। সম্প্রতি তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় তাঁর। ঘুম থেকে জেগে উঠে তার পরিবারের সদস্যদের কানে আলো দিয়ে দেখতে বলেন কিছু দেখা যাচ্ছে কিনা। ফক্স নিউজ জানিয়েছে, এলভির কানের কাছে একটা টর্চ জ্বালতেই দেখা যায় ভেতরে একটা বড়সড় তেলাপোকা!

কানের ব্যথায় তিষ্ঠোতে না পেরে শেষ পর্যন্ত এলভি হুইজহউ শহরের সানহে হাসপাতালে যান। সেখানে একজন চিকিৎসক তাঁর কান পরীক্ষা করে কানের ভিতর থেকে ১০ টিরও বেশি তেলাপোকার বাচ্চা খুঁজে বের করেন।

চিকিৎসক ঝং ইজিন বলেন, “তিনি বলেছিলেন যে তাঁর কানের প্রচুর ব্যথা হচ্ছে। যেন কানের মধ্যে কেউ আঁচড়ে দিচ্ছে বা কানের মধ্যে কিছু সুড়সুড় করছে। এতে প্রচুর অস্বস্তি হচ্ছিল তাঁর।” তিনি আরও বলেন, “আমি তাঁর কানের ভিতরে ১০ টিরও বেশি তেলাপোকার বাচ্চা আবিষ্কার করেছি। ওরা ইতিমধ্যেই কানের ভিতরে চারপাশে দৌড়ে বেড়াচ্ছিল।”

একটি টুইজারের সাহায্যে তেলাপোকার বাচ্চাগুলিকে কানের ভিতর থেকে বের করে আনা হয়। ঠিক কতদিন ধরে তেলাপোকার বাচ্চারা ওখানে বাসা বেঁধেছিল তা পরিষ্কার নয়। চিকিৎসক এলভিকে একটি মলম দেন।

ডাঃ ইজিন স্থানীয় গণমাধ্যমকে জানান যে এলভির অভ্যাস ছিল নিজের বিছানার পাশেই আধ খাওয়া খাবারের প্যাকেট রেখে দিতেন। সম্ভবত পোকামাকড় এবং তেলাপোকা ওই খাবার খেয়ে এলভির কানের ভিতরে ঢুকে যেত।

গত বছর, ফ্লোরিডায় এমনই এক অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল এক মহিলার সঙ্গে। তার কানের মধ্যে নয় দিন ধরে সংসার পেতে বসেছিল এক তেলাপোকা।

পাঠকের মতামত

Comments are closed.