241643

যেসব কারণে ঘাড়ব্যথা হয়

অনলাইন সংস্করণঃ- ঘাড়ব্যথা একটি প্রচলিত সমস্যা। সাধারণ কারণ থেকে অনেক জটিল কারণের জন্য ঘাড়ব্যথা হতে পারে। আমাদের ঘাড়ে যে ব্যথা হয়, এটি হওয়ার একমাত্র কারণ, এখানে যে মেরুদণ্ড রয়েছে, সেই মেরুদণ্ডের কোনো সমস্যা।

মেরুদণ্ডের চারপাশের যে গঠন, পেশি এর কোনো সমস্যার জন্য ঘাড়ব্যথা হয়। সাধারণত ছোটখাটো ঘাড়ের ব্যথা পেশির সমস্যার জন্য হয়।

বিশেষ করে দীর্ঘ সময় ধরে যদি কেউ একই রকম অঙ্গবিন্যাসে থাকে, তখন ব্যথা হতে পারে বা কোনো আঘাত যদি পেশিতে লাগে, এর জন্যও ব্যথা হতে পারে। এগুলো কিন্তু ছোটখাটো চিকিৎসাতেই ভালো হয়ে যায়।

কিন্তু যদি মেরুদণ্ডের সমস্যা হয়, তাহলে অসুবিধা হতে পারে।

এখানে কী ধরনের সমস্যা হতে পারে? যে হাড় রয়েছে সেখানে সমস্যা হতে পারে বা যে স্নায়ুরজ্জু রয়েছে, এখান থেকে সমস্যা হতে পারে। এখান থেকে যে স্নায়ুটা বের হয়ে হাতের দিকে আসে, এর সমস্যার জন্য ব্যথা হতে পারে। ঘাড়ের সমস্যার কারণে হাতে ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।

ঘাড়ের যে মেরুদণ্ড রয়েছে, সে হাড়গুলোর মধ্যে যে জোড়াটা রয়েছে, সেখানে ডিস্কগুলো ফেটে ভেতরের উপাদানগুলো বাইরে বের হয়ে আসতে পারে। দেখা যায়, এ কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে।

 

সূত্র চব্বিশঘণ্টানিউজঃ

পাঠকের মতামত

Comments are closed.