241491

অনলাইন পর্ন ছবি উৎপাদনে যত কার্বন নির্গমন হয় তা ফ্রান্সে মোট কার্বন নিঃসরণের সমান

রিবাতুল ইসলাম : সারা ফ্রান্সে বাড়ি ঘরে যত কার্বন নিঃসরণ হয় তার সমান কার্বন নির্গমন করে পর্ণ ছবির উৎপাদকরা। এক নতুন সমীক্ষায় দেখা গেছে এধরনের নোংরা ছবি বছরে ১০ কোটি টন কার্বনডাই অক্সাইড নির্গমন করে। এবং এধরনের পর্ন তৈরি ও দেখাকে অনলাইনের অপব্যবহার বলে অভিহিত করা হয়েছে।

শিফট প্রোজেক্টের ‘ক্লাইমেট ক্রাইসিস : দি আনসাসটেইবল ইউস অব অনলাইন ভিডিও ’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হচ্ছে অনলাইনে দেখা এক তৃতীয়াংশ ভিডিও হচ্ছে পর্ন ছবি। গত বছর একই পরিমান কার্বনডাই অক্সাইড নির্গমন হয়েছিল ফ্রান্সে।

কারণ অনলাইন ভিডিও দেখার সময়ে বিশে^র ৬০ ভাগ ভিডিও তথ্য ইন্টারনেটে প্রবাহিত হয় এবং এর কারণেই কার্বনডাই অক্সাইড নির্গমন বৃদ্ধি পায়। এর সাথে অবশ্য স্কাইপে ভিডিও বা ‘ক্যামগার্লস’এর মত লাইভ ভিডিও যোগ করা হয়নি। এবং এসব ভিডিও বছরে মোট ৩০ কোটি টন কার্বনডাই অক্সাইড উৎপাদন করে। নেটফ্লিক্সের মত ভিডিও স্ট্রিমিং সার্ভিস একই পরিমান কার্বনডাই অক্সাইড নির্গমন করে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয় অনলাইনে পর্ন ছবি দেখার ফলে কার্বনডাই অক্সাইড নির্গমনের পরিমান দিনকে দিন বাড়ছে। এধরনের নোংরা ছবি দেখার ব্যাপারে অতিরিক্ত পরিমানে উঁচু মাত্রার রেজুলেশনের কারণে এবং এসব ছবি অটোপ্লেয়েইং ভিডিও না হওয়ার কারণে কার্বনডাই অক্সাইড বেশি পরিমানে নির্গমণ করে।

পাঠকের মতামত

Comments are closed.