241037

সব জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন সিধু

অনলাইন সংস্করণঃ- এবার ভারতের পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন নভোজ্যোত সিং সিধু। রোববার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেছেন তিনি।

কংগ্রেসের সূত্র জানিয়েছে, গত ১০ জুন রাহুল গান্ধির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু । বিজেপি থেকে কংগ্রেসে যাওয়ার পর পাঞ্জাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার। ভোটে জিতেওছিলেন তিনি। এরপর তাঁকে পাঞ্জাবের পর্যটন দপ্তরের মন্ত্রী করা হয়েছিল।

সিধু মন্ত্রী হওয়ার পর থেকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বনিবনা হচ্ছিল না। তাই জল্পনা ছড়িয়েছিল যে, মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন। আজ সেই জল্পনারই অবসান হয়েছে। সিধুর টুইট থেকে স্পষ্ট যে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে ১০ জুন রাহুলের কাছে চিঠি দিয়েছিলেন তিনি। আজ টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন সিধু নিজেই।

তিনি টুইট করে জানান, পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.