206626

সমালোচনার মুখে স্বরা

স্বমেহনের দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ওই দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি। রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে স্বরা ভাস্কর। পাকিস্তানের উপর প্রত্যাঘাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে নেটদুনিয়ায় হাসির খোরাক অভিনেত্রী। ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে ঢুকে পড়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের দেহ। এই ঘটনার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত করে ভারত। মঙ্গলবার আকাশপথে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। প্রায় ৩৫০ জন জঙ্গি নিকেশ হয়।

এদিনই রাজস্থানে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের সময় রাতভর জেগেছিলেন তিনি। মোদির এই বক্তব্যের পালটা টুইট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটে তিনি লেখেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি রাত জাগার জন্য আলাদা পয়েন্ট পেতে চাইছেন আপনি? স্বরার এই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এহেন বিতর্কিত টুইটের জেরে সমালোচনার স্বীকার হন অভিনেত্রী।

বায়ুসেনার এত বড় সাফল্যের দিনে কীভাবে স্বরা এহেন মন্তব্য করতে পারেন, তা নিয়ে অভিনেত্রীকে খোঁচা দেন নেটিজেনরা। কেউ কেউ বলেন, আপনি কোনওদিন ১৮ ঘণ্টা জেগে কাজ করেছেন? করেননি, কারণ আপনার হাতে কোনও কাজই নেই। এমন টুইটের জেরে স্বরার জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এখনও পার্টির হ্যাংওভার কাটেনি আপনার। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

পাঠকের মতামত

Comments are closed.