206624

পরিস্থিতি আরও বাড়তে দিলে আমার বা মোদী কারও নিয়ন্ত্রণেই থাকবে না, ইমরান খানের শংকা

সান্দ্রা নন্দিনী : ভারতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ১৯৭১ সালের পর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনও বিমান হামলার ঘটনা ঘটেনি। তবে, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির প্যারামিলিটারি বাহিনীর কনভয়তে হামলার ঘটনায় অন্তত ৪০জন নিহত হলে দুইদেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এনডিটিভি, ইয়ন

টেলিভিশন ভাষণে ইমরান বলেন, ‘আমরা ভারতকে কেবল এই বার্তা দিতে চেয়েছি, তারা যদি আমাদের দেশে অনুপ্রবেশ করতে পারে তবে আমরাও তা পারি…তাদের দু’টি মিগ ভূপাতিত করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আমাদের মাথা খাটিয়ে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি ভারতের কাছে কেবল এটুকুই জানতে চাই, আমাদের দুইদেশের কাছেই যে অস্ত্র রয়েছে, তা দিয়ে আমরা কি সত্যিই কোনও ভুল পদক্ষেপ সামাল দিতে পারবো কিনা? যদি পরিস্থিতি আরও দূর পর্যন্ত গড়ায় সেটি তখন না আমার হাতে থাকবে না ভারতের প্রধানমন্ত্রীর। তাই আমরা ভারতকে আলোচনার আমন্ত্রণ জানাই..ইতিবাচক কিছু নিশ্চই তাতে বেরিয়ে আসবে।’ প্রসঙ্গত, অস্ত্র বলতে ইমরান ভারত ও পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক সক্ষমতার কথা বুঝিয়েছেন।

ইমরান বলেন, ‘পুলওয়ামার বিষয়ে বলতে আমার কোন আপত্তি নেই। ভারত যদি জঙ্গিবাদ নিয়ে কথা বলতে চায়, আমরা প্রস্তুত রয়েছি। কেননা, পাকিস্তান কখনই চাইবে না তাদের মাটি জঙ্গিরা ব্যবহার করুক। এখানে কোনও সমস্যা নেই, আমরা আলোচনায় প্রস্তুত।’

এর আগে, মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমা পার হয়ে দেশটির বালাকোটে বিমান থেকে বোমাবর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী। হামলার জবাবে বুধবার পাকিস্তান একটি ভারতীয় বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করে। একইসঙ্গে তারা দু’জন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে বলেও দাবি করে পাকিস্তান সেনাসদরের আন্তঃবাহিনী-আইএসপিআর।

এর কিছুক্ষণ পরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মুহাম্মদ ফয়সাল জানান, ‘বিমানবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আকাশসীমাতে থেকেই ভারতীয় সীমানায় হামলা করেছে। এই হামলার মাধ্যমে পাকিস্তান নিজের আত্মরক্ষার অধিকার, সামর্থ্য ও ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ করেছে। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আরো সংঘাত হোক তা চাই না, তবে এমন হলে তার জন্য পাকিস্তানের পূর্ণ প্রস্তুতি রয়েছে।’

এদিকে, ইমরান খানের দেওয়া আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপ আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। এছাড়া, পাকিস্তানের হাতে আটক ভারতের বিমানবাহিনীর পাইলটকে ‘এই মুহূর্তে এবং অত্যন্ত নিরাপদে’ মুক্তি দেওয়ার আহ্বান জানায় ভারত।

পাঠকের মতামত

Comments are closed.