174345

“অনেকের ভালোবাসা পেয়েছি”

গাজী খায়রুল আলম:  বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচাল ও গায়ক শান। তার করা সুর সংগীতে অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। সুর করেছেন ভালো ভালো অনেক শিল্পীর গান। শানের গাওয়া ‘শিশির ভেজা’, সাদাকালো, ‘রংপেন্সিল’ এই গানগুলি গানপ্রিয় শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। শিল্পী শানের সুর ও সংগীতে সামনে আসছে একঝাঁক তরুণ শিল্পীদের মিক্সড অ্যালবাম। এছাড়াও ‘কন্যারে’ শিরোনামে আসছে শিল্পীর একটি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে শিল্পিী কথা বলেছেন আমাদের সময় ডটকমের সাথে।

প্রশ্ন: গানের জগতে পথ চলা কিভাবে?
শান: ছোট বেলা থেকেই গান করছি, পরিবারের সবাই পাশে ছিল সবসময়। গানের শুরুটা ব্যান্ড দিয়ে। ২০০০ সালে প্রথম অ্যালবাম বের হয় আমাদের ব্যান্ডের।

প্রশ্ন: এই জগতে আপনি কতটুকু সফল মনে করেন?
শান: অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এটাই আমার সফলতা।

প্রশ্ন: গানের পাশাপাশি আর কিছু করেন?
শান: আমি একজন সুরকার ও সংগীত পরিচালক। এ ছাড়া একটি ছোট আইটি ব্যবসা আছে।

প্রশ্ন: আপনার কোন গানগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে?
শান: শিশির ভেজা, সাদাকালো, রংপেন্সিল এই গানগুলো সবার খুব পছ্ন্দ।

প্রশ্ন: দেশের বাইরে অথবা দেশে ঘুরতে পছন্দ করেন কোন জায়গা গুলোতে?
শান: দেশেই তো ঘুরে এখনো শেষ করতে পারছি না। আমাদের দেশ তো অনেক বেশি সুন্দর। দেশের মধ্যে সিলেটের জাফলং, বিছানাকান্দি ঘুরতে আমার খুব ভালো লাগে।

প্রশ্ন: আপনার একটি মিউজিক ভিডিও আসার কথা?
শান: হ্যাঁ, ‘কন্যারে’ শিরোনামে আমার একটি সিঙ্গেল ট্র্যাক আসতেছে । গানটি মিউজিক বিডিও সহ আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

প্রশ্ন: প্রিয় খাবার?
শান: চাইনিজ খাবার খুব ভালো লাগে।

প্রশ্ন: প্রিয় গায়ক?
শান: কুমার বিশ্বজিতের গান ছোট বেলা থেকে শুনছি। অনেকটা নেশার মতো ছিল, এখনো আছে সেই মাদকতা আজীবন থাকবে। কুমার বিশ্বজিতই আমার প্রিয় শিল্পী।

প্রশ্ন: এখন ব্যস্ততা কী নিয়ে?
শান: আমার যে মিউজিক ভিডিও আসবে তার মার্কেটিং ও নাজু, আরিফ, গহর, মৌমি, রাজিব, শুপ্তি, পলি এদের অ্যালবাম আসতেছে আমার সুর ও সংগীতে। এই নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।

প্রশ্ন: সামনে আপনার ভক্তদের জন্য সুখবর কী?
শান: আমার যারা ভক্ত তাদের জন্য সুখবর হলো আমার অনেকগুলো কাজ আসছে তারা দেখতে পাবে।

পাঠকের মতামত

Comments are closed.