172520

আমাদের শরীরে কেন ব্রণ, একনে হয় জানেন?

ব্রণ, একনে আমাদের শরীরের একটি কমন সমস্যা যা সৌন্দর্য কমিয়ে দিতে পারে। ত্বকের সমস্ত অসুখ প্রধাণত ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে। বিশেষ করে একনের প্রধাণ কারন ব্যাকটেরিয়াই। কিন্তু আপনি কি জানেন কি কারণে আমাদের ত্বকে ব্যাকটেরিয়া অ্যাকনে তৈরি হয়?

গবেষকেরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, আমাদের ত্বকে ব্যাকটেরিয়া হামলার আসল কারণ হল শরীরে অক্সিজেনের অভাব। আমাদের ত্বকে যখনই অক্সিজেনের অভাব ঘটে, তখনই ব্যাকটেরিয়ার হামলা হয়। আর তখনই ব্রন, অ্যাকনের মতো ত্বকের সমস্যা দেখা দেয়।

তাই, ব্রন, অ্যাকনের হাত থেকে মুক্তি পেতে হলে অবশ্যই খেয়াল রাখবেন, যেন ত্বকে অক্সিজেনের ঘাটতি না হয়। তার জন্য ত্বকের উপরিভাগ পরিস্কার থাকা খুবই প্রয়োজন। ত্বকে রোমকূপে যদি ময়লা জমে থাকে, তাহলে ত্বকের কোষে অক্সিজেন পৌঁছতে পারে না। তাই, তেল-মশলা যুক্ত খাবার যতটা সম্ভব কম খেতে হবে এবং ত্বক নিয়মিত পরিস্কার রাখতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.