172449

গর্ভাবস্থায় থাকা কালীন শিশুর ত্বকের যত্ন নিন

বাচ্ছাদের ত্বক খুবই নরম এবং কোমল হয়। তাই বাচ্ছাদের ত্বকের যত্ন সবসবময়ই নিতে হয়। জন্ম হয়ে যাওয়া শিশুর ত্বকের যত্ন তো নেওয়া যায় খুব সহজেই। কিন্তু শিশু যখন মায়ের পেটে আছে তখন কিভাবে নেবেন তার যত্ন? গর্ভবতী অবস্থায় কয়েকটা জিনিস খেলেই বাচ্ছার চর্মরোগের সম্ভাবনা প্রায় কমে যায়। সেক্ষেত্রে কি খেতে হবে মায়েদের?

সেই বিষয়ে জানিয়েছেন ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের একদল গবেষক। গবেষণার পর তাঁদের বক্তব্য, গর্ভাবস্থায় মা যদি বেশি করে মাছ, মাংস, এবং মাশরুম খায় তাহলে শিশুর চর্মরোগের আশঙ্কা থাকে না বললেই চলে। আর শুরুর দিন তেকেই যদি বাচ্ছার ত্বকের বা চামড়ার যত্ন নেওয়া হয় তাহলে ভুমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্ছার ত্বক নিয়ে সেরকম কোনো চিন্তার কিছু থাকে না।

পাঠকের মতামত

Comments are closed.