172020

এই ঘরোয়া উপায়ে চুলকে রাখুন সুন্দর এবং চমকদার

আমাদের চুল রূপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুল কোনো না কোনো ভাবেই স্ত্রী বা পুরুষ সকলকেই আকর্ষক বানাতে ৯০ শতাংম ভুমিকা নেয়। কিন্তু চুল যদি কমজোরি হয়ে পড়ে তাহলে সৌন্দর্য চলে যায়। চুলের এই সমস্যার থেকে ছাড় পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করি। কিন্তু মনের মত পরিনাম পাই না। ব্যস্ততার কারনে অনেক খরচ যুক্ত দ্রব্য আমরা ব্যবহার করি। এরমধ্যে আমাদের মাথায় আসে কিছু ঘরোয়া উপায়।

-যদি চুলে বেশী তৈলাক্ত পদার্থ থাকে তাহলে ধোয়ার জন্য মাইল্ড কান্ডিশনার এবং শ্যাম্পু ব্যবহার করুন।
-নিজের খাবারে বেশী শাক, সবজি এবং মরসুমি ফল রাখুন। এতে চুলে পোশন পাওয়া যায়।
-যদি চুলে কালার করেন তাহলে খুব ঘন-ঘন তা করবেন না। এর কারন সময়-সময়ে মেহেন্দি এবং আমলার ব্যবহার করুন।
-আধা কাপ চায়ে দই বা লেবুর রস মিলিয়ে মাথায় লাগান। প্রায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে নিন। এতে চুলের চমক আসে এবং খুশকির সমস্যাও দূর হয়ে যায়।

পাঠকের মতামত

Comments are closed.