ছেলেদের ঈদ প্রস্তুতি

লাইফস্টাইল ট্যাংক : ঈদ মানে উৎসব। আর এই উৎসবের দিনে নিজেকে একটু সুন্দর দেখতে কে না চায়? সে হোক নারী বা পুরুষ। বর্তমানে সাজগোজে পুরুষরা আর পিছিয়ে নেই। ঈদের আগে পুরুষরাও নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নেয়ার জন্য আজকাল ভিড় করেন মেনজ পার্লার ও সেলুন গুলোতে।

amir parvez

মডেল : আমির পারভেজ , ছবি : শিথিল রহমান

ঈদের দিন সকালে বয়স্ক-তরুণ সবারই প্রথম পছন্দ হলো পাঞ্জাবি। আর পাঞ্জাবির সাথে পাজামা কিংবা জিন্স দুটোই মানানসই। ঈদের আগে সেলুন গুলোতে থাকে লম্বা লাইন। এক্সপার্ট সেলুন গুলোতে আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখতে হয় চুল কাটা ও শেভ করার জন্য। হেয়ার স্টাইল বা দাড়ি কামানোর স্টাইলটাও কিন্তু বয়স, পেশা, মুখের আকৃতি, সামাজিক অবস্থান ও চুলের ধরনের উপর নির্ভর করে।

ঈদের আগে ছেলেদের কি কি প্রস্তুতি নেয়া উচিত

হেয়ার স্টাইলঃ

পুরুষের হেয়ার স্টাইলে আজকাল এসেছে নানান বৈচিত্র্য। আগের মত গৎ বাঁধা এক ছাঁটের বদলে ছেলেদের চুলে বর্তমানে ইমো কাট, লেয়ার কাট, স্টেপ কাট, হোয়াইট ওয়ালস কাট, ফেড কাট, লেয়ার স্পাইক, ক্ল্যাসিক কাট ইত্যাদি স্টাইল চলছে। টিক্কি কাট বা লিজার্ড টেল নামের হেয়ার স্টাইলটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্টাইলটি এসেছে বলিউড মুভি ‘বরফি’ তে রণবীর কাপুরের চুলের স্টাইল থেকে।

ঈদের অন্তত এক সপ্তাহ আগেই চুল কাটার কাজটা সেরে ফেলুন। যাদের চুল শুষ্ক তারা ঈদের আগে চুলে প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। আর যারা খুশকির সমস্যা ভুগছেন তারা অয়েল ম্যাসাজ করে নিন।

ফেসিয়ালঃ

রোজায় অনেকেরই ত্বকের উজ্জ্বলতা কমে যায়। তাছাড়া রোদ আর ধুলোবালি ত্বকের বারোটা বাজিয়ে ছাড়ে। তাই ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফেসিয়াল করে নিন। যাদের শুষ্ক ত্বক তারা সানবার্ন ফেসিয়াল করুন। আর যাদের তৈলাক্ত ত্বক তারা অ্যালোভেরা বা গোল্ড ফেসিয়াল করতে পারেন। স্কিন সেনসিটিভ হলে হার্বাল বা ফ্রুট ফেসিয়াল করুন।

পেডিকিউর-মেনিকিউরঃ

দিনের বেশিরভাগ সময়টাই ছেলেদের বাইরে কেটে যায়। তাই ছেলেদের হাত-পা এর যত্ন নেয়া উচিত। এই ঈদে আপনার হাত ও পা এর যত্নে কোনো পার্লারে গিয়ে পেডিকিউর মেনিকিউর করে নিতে পারেন। আর যদি পার্লারে যাওয়ার সময় না পান তাহলে বাড়িতেই গরম পানিতে একটু লবন দিয়ে হাত-পা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।

amir parvez 2

মডেল : আমির পারভেজ , ছবি : শিথিল রহমান

পোষাক নির্বাচনঃ

ঈদের দিনটা বেশ গরম থাকতে পারে এইবার। আর তাই হালকা রঙের পোষাক পরে আরামে কাটিয়ে দিতে পারেন ঈদের সকালটা। এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন সাদা ঘিয়া, হালকা সবুজ, বাদামি, হালকা হলুদ ও নীলের মত রঙ গুলো। পাঞ্জাবির সাথে পরার জন্য আপনি বেছে নিতে পারেন জিন্স বা পায়জামা।

অনেকে ক্যাজুয়্যাল পোষাকে ঈদ পালন করেন। তাদের জন্য এবার চলছে নিয়ন কালারের টি-শার্টের ট্রেন্ড। এর সঙ্গে পরতে পারেন রঙ্গিন গ্যাভাডিন বা জিন্সের প্যান্ট। সঙ্গে পরুন রঙ্গিন এক জোড়া জুতা বা চামড়ার ফ্ল্যাট স্যান্ডেল।

ঈদে অফিসে যেতে হলে আপনি হালকা সুতি কাপড়ের ফতুয়া বা হাফ হাতা প্রিন্টের শার্ট বেছে নিতে পারেন। এছাড়া পাঞ্জাবীও পরে যেতে পারেন ঈদের দিনটায়।

রাতের দাওয়াতে যেতে হলে গর্জিয়াস পাঞ্জাবি কিনতে পারেন। গলায় ও হাতে কাজ করা অথবা শুধুই গলায় ভারী কাজ করা পাঞ্জাবির সাথে এক জোড়া নাগরা পরে ঘুরে আসুন দাওয়াত থেকে।

পাঠকের মতামত

Comments are closed.