276222

তাওবা করলে যেসব গোনাহ মাফ হয়…

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর, উত্তর দিয়েছেন

 

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

নাফিয়া ফাতেমা

হরষপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া

প্রশ্ন : তাওবা করলে কি সব গোনাহ মাফ হয়? নাকি বিশেষ কিছু গোনাহ মাফ হয়?

উত্তর : তাওবা করলে আল্লাহর অধিকারের সঙ্গে সম্পর্কিত সব গোনাহ মাফ হয় এবং ওই গোনাহগুলোও মাফ হয় যার জন্য শরিয়ত কর্তৃক নির্ধারিত কাফফারা রয়েছে। গোনাহের কাফফারা আদায় করলে এবং নিজের ত্রুটি ও অপারগতার জন্য আল্লাহর কাছে কায়মনে ক্ষমা প্রার্থনা করলে নিঃসন্দেহ আল্লাহ ক্ষমা করে দেবেন।

উল্লেখ্য, তাওবার জন্য তিনটি কাজ করতে হবে- ১. আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে ২. একান্তে ক্ষমা প্রার্থনা করতে হবে ৩. ভবিষ্যতে এসব গোনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

মনে রাখতে হবে-যেসব গোনাহ মানুষের অধিকারসংক্রান্ত এগুলো খুবই ভয়াবহ। মানুষের হক যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে অথবা সে ব্যক্তি আন্তরিকভাবে মাফ না করবে ততক্ষণ এসব গুনাহ মাফ হবে না। হাদিসে এসেছে-আল্লাহর পথে শহিদ হওয়ার চেয়ে আর বড় কোনো আমল নেই। যদি শহিদের কাছেও কারও কোনো পাওনা থাকে; আর যদি পাওনাদার মাফ না করে তাহলে আল্লাহ তা মাফ করবেন না। বান্দার অধিকার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র : মুসলিম শরিফ, হাদিস নং ৩৫১-১৬৪০ কিতাবুল ফাতাওয়া, খণ্ড : ১, পৃষ্ঠা-৩২১।

পাঠকের মতামত

Comments are closed.