275124

পেইনের কাছে ৩৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন সেই নারী

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো টিম পেইনের মুক্তি সহসাই মিলছে না।  কেলেঙ্কারির সেই ঘটনা চার বছর আগের হলেও, এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে একের পর এক কেউটে। এবার জানা গেছে, পেইনের কাছে ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ টাকা) দাবি করেছিলেন তাসমানিয়ান সেই নারী।

২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীর সঙ্গে ‘সেক্সটিং কেলেঙ্কারিতে’ জড়িয়ে পড়েন পেইন।  যেখানে কিছু আপত্তিকর মেসেজ লিখেছিলেন তিনি।

পরে ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের (সিএ) কাছে অভিযোগ দায়ের করেছিলেন ওই নারী।  এ নিয়ে আইনি লড়াই বাবদ পেইনের কাছে ৩৪ লাখ টাকা দাবি করেছিলেন সেই নারী- নিউ এজ ও সিডনি মর্নিং হেরাল্ডকে এমনটাই জানিয়েছে সিএ।

দুটি পত্রিকার বরাত দিয়ে জানানো হয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে সিএ’র কাছে পেইনের মেসেজের কপি ডকুমেন্টস আকারে মেইল করেছিলেন তাসমানিয়ার সেই নারী।  সিএ’র আইন বিভাগের প্রধান ক্রিস্টাইন হারমেনসহ আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা তদন্ত করছিলেন সেই ঘটনার।  তদন্ত করে তখন পেইনকে দায়মুক্তি দেওয়া হয়।  যে কারণে টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে আর কোনো বাধা ছিল না পেইনের সামনে।

 

পাঠকের মতামত

Comments are closed.