272509

আতঙ্কিত ঋতুপর্ণা সেনগুপ্ত

ভারতের উত্তরাখণ্ড তুষার ধসে বিধ্বস্ত! ভারতীয় গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, কয়েক দিন আগে ঘটনাস্থলের একবারে খুব কাছাকাছি শুটিং করেছি।  আপাতত মুসৌরিতে আছি , কিন্তু পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  তুষার ধসের কারণে ঠান্ডা অনেক বেড়ে গেছে।  ফলে আপাতত আউটডোর শুটিং বন্ধ রেখে ইনডোরে শুটিং করছি।

চমোলি জেলায় তুষারধসে ১৭০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।  এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  আরও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।  উত্তরাখণ্ডে এ অভিনেত্রী নতুন ছবির শুটিং করছেন।

বৈশ্বিক মহামারি করোনা সংকট শুরুর আগে সিঙ্গাপুর গিয়েছিলেন ঋতুপর্ণা।  ফেরেন প্রায় দশ মাস পর।  দেশে ফিরেই বাংলাদেশের এ সময়ের নায়ক সাইফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন বেঁধে কাজ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।  ছবির নাম ‘নীল দরিয়ার মাঝি’।  এরপর প্রথমে চন্দন রায় সান্যালের সঙ্গে ‘সল্ট’-এর শুটিং করেন।  এরপর কবীর লালের ‘অন্তর্দৃষ্টি’ ছবির শুটিং করতে উত্তরাখণ্ডে গিয়েছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.