272283

কোনো ধারার ছবিতেই কাজ করতে আপত্তি নেই, শুধু আমার পছন্দ হতে হবে: হিমি

ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ করেও কেন বাদ পড়ে গেলেন, এই জিজ্ঞাসা এখনও মডেল ও অভিনেত্রী হিমির মাথায় ঘুরপাক খাচ্ছে। তিনি যখন বিটিভিতে অডিশন দেন সেখানে তখন শ্যাম বেনেগালও উপস্থিত ছিলেন। তাদের দু’জনের মধ্যে যখন কথা হয় তখন শ্যাম বেনেগাল তার হাতে থাকা একটি ফাইল থেকে ছবি বের করে বার বার আমার সঙ্গে মিলিয়ে নিচ্ছিলেন। তারপরই সিদ্ধান্ত হয়ে যায় হিমি ছবিটিতে থাকছেন।

নির্বাচিত যে তালিকা প্রকাশ করা হয়, তাতেও হিমির নাম ছিল। তার পরেও তিনি কেন বাদ পড়লেন তা জানেন না। হিমি বলেন, ‘অডিশনে টিকে যাওয়ার পর আমাকে এফডিসিতে ঢাকা হলো। আমি পোশাকও ট্রায়াল দিলাম। কিন্তু শেষ পর্যন্ত কেন বাদ পড়লাম জানি না। আমি কৌতুহল নিয়ে একজনের কাছে চুক্তিবদ্ধ হওয়ার কথাটা জানতে চাইলে তিনি আমাকে বলেন, তোমাকে যখন ডাকা হয়নি, তখন বুঝতেই পারছ বাদ পড়েছ।’ তিনি বলেন, ‘এই ইউনিটের কাছে আমার জন্য কেউ সুপারিশ করেননি। আমি বিটিভির একটি নাটকে কাজ করছিলাম। তখন দেখলাম বড় বড় শিল্পীরা অডিশন দিচ্ছে। আমাকে বিটিভির একজন প্রোডিউসার বললেন, তুমি অডিশন দিয়েছ কিনা, বড় একটি প্রোজেক্ট হচ্ছে।

আমি বললাম আমিতো কিছুই জানি না। তিনি বললেন, পারলে একটা অডিশন দিয়ে দেখতে পার। আমি তার পরদিন সকালে বিটিভিতে গিয়ে অডিশন দিলাম। তখন শ্যাম বেনেগাল স্যার ছিলেন।’ এ নিয়ে হিমির মধ্যে একটা খটকা রয়েছে। যাহোক তিনি সেটা বাদ দিয়ে তার বর্তমানকে নিয়ে জানান, ইতোমধ্যে তিনি বেশ কিছু টিভিসিতে কাজ করেছেন এবং সামনে আরও কিছু টিভিসির কাজ আসছে। আমি মূলত টিভি নাটকেই কাজ করি। সম্প্রতি কয়েকটি একক নাটকে কাজ করেছি। তিনটি ধারাবাহিকেও কাজ করছি।

এর মধ্যে মুরাদ পারভেজের আলপনা আঁকি ধারাবাহিকটিও আছে। আলপনা চরিত্রটি আমি করছি।’ চলচ্চিত্রে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘আমার সব কিছু মিলে গেলে করব। আমি ইমপ্রেস টেলিফিল্মের হঠাৎ দেখা নামে একটি ছবি করেছি।’ এ ছবিটিতে তার সঙ্গে ছিলেন ইলিয়াস কাঞ্চন। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে। তিনি বলেন, ‘মূলধারা বলে কথা নয়, আমি সব ধারাতেই কাজ করব। তবে আমার ভালো লাগা বা স্যাটিসফেকশন থাকতে হবে।’ ভালো লাগার ব্যাখ্যা দিয়ে হিমি বলেন, ‘গল্প, চরিত্র, প্রোডাকশন ইত্যাদি আর কি।’

পাঠকের মতামত

Comments are closed.