271270

গেটসকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় ধনীতম ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: গোটা বছর তাঁর যাবতীয় কর্মকাণ্ড থাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে। বরাবরই সংবাদমাধ্যমের কাছে প্রিয় ব্যক্তিত্ব তিনি। বছরের শেষে এসেও সেই ধারা বজায় রাখলেন স্পেস এক্স, টেসলা খ্যাত ইলন মাস্ক। ‘প্রতিদ্বন্দ্বী’ বিল গেটসকে সরিয়ে বিশ্বের ধনীতমদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। তালিকার শীর্ষে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিন নম্বরে বিল গেটস এবং দশম স্থানে ভারতের মুকেশ আম্বানি।
বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে একটি সংস্থা। সোমবার তাদের এবছরের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই চমকপ্রদ ফল করেছেন ইলন মাস্ক। গত জানয়ারির তালিকায় ৩৫ নম্বর জায়গায় স্থান হয়েছিল তাঁর। এই মার্কিন ধনকুবের এক বছরের মধ্যে ১০০ বিলিয়নের বেশি মার্কিন ডলার সম্পদের অধিকারী হয়েছেন। যার ফলে তালিকার আট বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার অবনমন ঘটল মাইক্রোসফট কর্তা বিল গেটসের। ২০১৭ সালে অ্যামাজন কর্তা জেফ বেজোসের কাছে তালিকার শীর্ষ স্থানটি খোয়াতে হয়েছিল বিল গেটসকে। এবার দ্বিতীয় স্থানও গেল।
ধনীতম ব্যক্তিদের দ্বিতীয় ও তৃতীয় স্থানে নতুন মুখের আগমন নিয়ে অবশ্য অন্য চর্চাও চলছে। গত কয়েক বছর ধরে বিল গেটস ও ইলন মাস্কের মধ্যে প্রবল ঠান্ডা যুদ্ধ চলছে। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে বিভিন্ন বিষয় নিয়ে একে অন্যকে ঠেস মারতেও ছাড়েন না কেউ। এবার ইলন মাস্ক মাইক্রোসফট কর্তাকে ছাপিয়ে যাওয়ায় খেলা আরও জমবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিকে ইলন মাস্ক ধনীতমদের তালিকার দ্বিতীয় স্থানে আসায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ হাসির খোরাকও পেয়ে গিয়েছেন। করোনা পরিস্থিতি ও মাস্ক ব্যবহারের কথা মনে করিয়ে তাঁরা বলছেন, ‘২০২০ সাল আসলে মাস্কের’।

পাঠকের মতামত

Comments are closed.