269658

‘সঠিক কাজটি করতে পেরে গর্বিত’ বললেন বিএসএফ সদস্য

চলতি বছরের ৫ আগস্ট বিএসএফ’র কনস্টেবল উত্তম সূত্রধর দায়িত্বরত অবস্থায় গুলি চালিয়ে হত্যা করেন তারই দুই সহকর্মী ইন্সপেক্টর মহেন্দ্র সিং ভাট্টি এবং কনস্টেবল অনুজ কুমারকে। হত্যাকাণ্ড শেষে বিএসএফ সদস্য কনস্টেবল উত্তম সূত্রধর নিজ উদ্যোগে তার কমান্ডিং অফিসারের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।
পরবর্তীকালে তাকে আটক করে আদালতে তোলা হয়। আদালতে তিনি হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে ভয়ংকর এক তথ্য জানান।

কনস্টেবল উত্তম সূত্রধর জানান, তার সহকর্মীরা সীমান্তে চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত এবং এ নিয়ে তার সঙ্গে তাদের বেশ কয়েকবার মনোমালিন্যও হয়েছে। পরবর্তীকালে তিনি দেশের একজন সচেতন ও দায়িত্বশীল সীমান্তরক্ষী হিসেবে ওই দুই বিএসএফ সদস্যকে নিজের সার্ভিস রাইফেল হতে গুলি চালিয়ে হত্যা করেন। আর সেই হত্যাকাণ্ড নিয়ে তিনি মোটেও অনুতপ্ত নন। বরং তিনি ‘সঠিক কাজটি করতে পেরে গর্বিত’।

বিএসএফ কনস্টেবল উত্তম সুত্রধরের হত্যাকাণ্ড ও জবানবন্দির পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা তদন্তে নামে বিএসএফ, পুলিশ এবং সিবিআই। সম্প্রতি সিবিআই এর তদন্তেও বিএসএফ সদস্যদের চোরাকারবারে জড়িত থাকার প্রমাণ মেলায় বেশ কয়েকজন আটক ও আটকের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ডিফেন্স রিসার্চ ফোরাম।

পাঠকের মতামত

Comments are closed.