268329

ঠিক ‘থ্রি ইডিয়টস’ সিনেমার দৃশ্য, ভিডিও কলে অন্তঃসত্ত্বার সন্তান প্রসব করালেন নারী ডাক্তার

বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ভিডিও কলের মাধ্যমে নারী ডাক্তারের নির্দেশনায় অন্তঃসত্ত্বার সন্তান প্রসব করানোর দৃশ্য দেখে অবাক হন দর্শকেরা। রূপালি পর্দার এমন ঘটনা কি বাস্তবে সম্ভব? হ্যা, এবার বাস্তবেই ভিডিও কলের মাধ্যমে নারী ডাক্তারের নির্দেশনায় অন্তঃসত্ত্বাকে সন্তান প্রসব করানো হয়েছে।
রোববার কর্ণাটের কিট্টুর চেন্নাম্মা স্ট্রিটে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, জুলাইয়ের শেষে স্ট্রিটের বাসিন্দা বাসবী পাথেপুরের সন্তান প্রসব হওয়ার কথা ছিল। রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে আচমকা অন্তঃসত্ত্বার প্রসব বেদনা শুরু হয়। লকডাউন ও এক সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থানীয় হানাগাল তালুক হাসপাতাল বন্ধ করা হয়েছে। তাই অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি।‘থ্রি ইডিয়টস’ সিনেমায় প্রসবের সময় প্রবল বৃষ্টি থাকলেও কর্ণাটের এ অন্তঃসত্ত্বার বিপদ হিসেবে আসে অ্যাম্বুলেন্সের সংকট। তাই পরিবারের সবাই অন্তঃসত্ত্বার প্রসব করানোর জন্য ব্যর্থ হন। তখন অন্তঃসত্ত্বার চিৎকার শুনে এগিয়ে এসে মানবিকতার নজির গড়লেন প্রতিবেশীরা। তারপরই ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্পের সব দৃশ্যের সঙ্গে মিলে যায়।

যেসব প্রতিবেশীরা অন্তঃসত্ত্বাকে সহায়তার জন্য আসেন তাদের মধ্যে ছিলেন হানাগালের বাসিন্দা জ্যোতি মাডি। বেঙ্গালুরুতে কর্মরত জ্যোতি তার প্রতিবেশী ডা. প্রিয়াঙ্কা মানতাগিকে ফোন করে ঘটনাটি জানান। হুব্বালির কেএমসি-তে MD অধ্যায়ণরত প্রিয়াঙ্কা সব শুনে ভিডিও কলে নির্দেশ দিতে শুরু করেন। সঙ্গে অন্তঃসত্ত্বা বাসবীকে সাহস জোগাতে থাকেন। ভিডিও কলে ডাক্তারের নির্দেশ মেনে কাজ করতে শুরু করেন প্রতিবেশীরা। অবশেষে এক সুস্থ ছেলের জন্ম দেন বাসবী।

জ্যোতি জানান, ডা. প্রিয়াঙ্কা সহায়তা করায় দুটো জীবন বাঁচাতে পেরেছি। এর আগে প্রসব করানোর অভিজ্ঞতা ছিল না। ডাক্তারের সাহস জোগানোতেই এটা করতে পেরেছি। এখন মা ও ছেলে সুস্থ রয়েছে।

সূত্র- সংবাদ প্রতিদিন।

পাঠকের মতামত

Comments are closed.