267522

দেখা মিলল মানুষের মাপের বাদুড়ের! ভাইরাল ছবি নিয়েই ছড়ালো আতঙ্ক

করোনাকালে মানুষ যেন একটুতেই আতঙ্কিত হয়ে পড়ে! সম্প্রতি একটি বাদুড়ের ছবি ভাইরাল হয়েছে। আর সেটি ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা-আতঙ্ক। তবে ছবিটিও একটু আতঙ্কিত হওয়ারই মতো।

ছবিটি এক ঝলক দেখলেই মনে হবে মাথা নিচের দিকে দিয়ে কোনো মানুষ কালো আলখেল্লা পরে ঝুলছে। তার মাথা নিচের দিকে, আর পা দুটি ওপরের দিকে আঁটকানো। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, ওটা একটা বাদুড়। সম্প্রতি এমনি একটি ছবি ভাইরাল হয়েছে।

নেটিজেনরা সে ছবি দেখে রীতিমতো অবাক! একটি মানুষের মাপের বাদুড় হতে পারে? অনেকে অবশ্য বিশ্বাস করতে চাইছেন না।

ডেইলি মেইলর প্রতিবেদন অনুসারে, ছবিটি ফিলিপাইনের। এ ধরনের বাদুড় নিরামিষাশী হয়। সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে। এশিয়ার বহু দ্বীপে এ প্রজাতির বাদুড় দেখা যায়। এরা অন্যান্য বাদুড়ের চেয়ে আকারে অনেক বড় হয়। এদের ডানার মাপ কম করে পাঁচ ফুট হতে পারে। ফলে ছবিতে এদের এত বড় মাপের দেখায়।

তবে অনেকে বলছেন, ফটোগ্রাফারের কারসাজিতেও এতটা বড় দেখাতে পারে বাদুড়টিকে।

পাঠকের মতামত

Comments are closed.