267499

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

এক পথচারীকে গাড়ি চাপা দেয়ায় শ্রীলংকার উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছিল শ্রীলংকান পুলিশ। তবে এই ঘটনায় সোমবার জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
এর আগে রোববার ভোরবেলা কলম্বোর পানাদুরায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ৬৪ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তি। সেই সময় তাকে কুশল মেন্ডিসের গাড়ি ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেদিনই কুশলকে গ্রেফতার করা হয়। গাড়ি চালানোর সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা সে ব্যাপারও খতিয়ে দেখে পুলিশ। তবে তদন্তে বের হয়ে আসে গাড়ি চালানোর সময় নেশা করেননি এই ক্রিকেটার। এরপর আদালতে প্রায় দশ লক্ষ টাকা (লংকান রুপি) দিয়ে জামিন নেন তিনি।

২৫ বছর বয়সি কুশল মেন্ডিস শ্রীলংকার হয়ে এখন পর্যন্ত ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬.৯৭ গড়ে তিনি করেছেন ২৯৯৫ রান, সর্বোচ্চ ১৯৬। ৫০ ওভারের ফরম্যাটে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান যেখানে স্ট্রাইক রেট ৮৪.৬৮। এছাড়া টি-টোয়েন্টিতে ১৮.৬১ গড় ও ১৩১.৫২ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.