267511

জনপ্রিয় হয়ে উঠছে টিকটক বিকল্প ‘রোপোসো’

চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর হুট করে ভারতীয় অ্যাপের চাহিদা বেড়েছে। টিকটকের মতো একই ধারার সেবা দেয়, এরকম এক ভারতীয় অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৪৮ ঘণ্টায় বেড়েছে দুই কোটি ২০ লাখ।

অথচ ২০১৪ সাল থেকেই ভারতে রয়েছে রোপোসো নামের ওই ভিডিও অ্যাপটি। কিন্তু অ্যাপটি এত সংখ্যক ব্যবহারকারী বাড়তে দেখছে এতোদিনে। রোপোসো’র প্রতিষ্ঠাতা মায়াঙ্ক ভাঙ্গারিয়া বলেছেন, ‘গত কয়েকদিনে আমি মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েছি এবং শুধু আমি নই, আমার পুরো টিমের একই অবস্থা। চাপ এত বেশি যে, আমরা শুধু মসৃণ অভিজ্ঞতা যতটা সম্ভব ততটা নিশ্চিত করছি।’

গুগল প্লে স্টোর থেকে রোপোসো’র ডাউনলোড এখন আট কোটি ছাড়িয়েছে। অথচ চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার আগে রোপোসো’র মোট অ্যান্ড্রয়েড ডিভাইস ডাউনলোড ছিল পাঁচ কোটি। বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যা দু’শ। তবে আগামী দুই বছরে দশ হাজার কর্মী নিয়োগ এবং নিজেদের অ্যাপকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভাঙ্গারিয়া।

পাঠকের মতামত

Comments are closed.