মাথা নত না করার নামই একুশ

amm‘একুশ’ কেবল স্বজন হারানোর বেদনায় সিক্ত দিন নয়। তা আমাদের স্বতন্ত্র জাতি-গঠনের অনুপ্রেরণায় বিপ্লবী চেতনার বহ্নিশিখাও। অন্যায় ও অপশক্তির কাছে বাঙালি কখনো মাথা নত করেনি, করবেও না। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ তারই সাক্ষ্য বহন করে। এ জাতির রক্তে রয়েছে প্রতিরোধের আগুন। অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না এই জাতি। তারই প্রমাণ বায়ান্নর একুশে ফেব্র“য়ারি। বাংলা ভাষার প্রতি অসম্মানের প্রতিবাদে সেদিন ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল, প্রতিবাদে ফেটে পড়েছিল। ঘাতকের বুলেটও থামাতে পারেনি সেই প্রতিবাদকে। একুশের এই দিনে সকল ভাষা শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা ও সালাম

পাঠকের মতামত

Comments are closed.